মুম্বাই, ০২ ফেব্রুয়ারি - এক বছর হয়ে গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সংসারে। প্রেমে যে এখনও ভাঁটা পড়েনি তা বার বার প্রমাণ করেছেন বিরুষ্কা। কখনও অনুষ্কা খেলার মাঠে পৌঁছে গিয়েছেন। আবার কখনও স্ত্রীর ছবিক প্রশংসায় সোশ্যাল মিডিয়া পঞ্চমুখ হয়েছেন বিরাট। কীভাবে এত সুখে সংসার করছেন, সেই ফুসমন্তর এবার শেয়ার করলেন অনুষ্কা শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দেন অনুষ্কা। বিরাটের সততাই তাঁর কাছে সবচেয়ে আকর্ষণীয়। অনুষ্কার কথায়, আমি ওর সততাকে অনেক মূল্য দিই। আমি নিজে একজন সৎ মানুষ আর তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। ও মারাত্মক সৎ। বিরাটের প্রেম সম্পর্কে অনুষ্কা বলেন, আমি খুবই খুশি এমন একজন মানুষকে আমার জীবনে পেয়ে। আমরা দুজনেই সততার সঙ্গে নিজেদের মতো করে বাঁচি। আমাদের মধ্যে সবই স্বচ্ছ এবং পরিষ্কার। ও এমন একজন জীবনসঙ্গী যাঁর সঙ্গে থাকতে গেলে কিছু ভান করতে হয় না। সোশ্যাল মিডিয়ায়ও পরস্পরের সঙ্গে ছবি শেয়ার করেন বিরুষ্কা। তাতেই স্পষ্ট তাঁরা কতটা প্রেমে রয়েছেন। অনুষ্কা বলেন, ও কাজের জায়গায় ও ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। আমরা দুজনেই একই ধরনের মানুষ। তাই এত মিল আমাদের।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2D7ZxoW
February 02, 2019 at 05:47PM
02 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top