তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান তোলে বাংলাদেশ। নেপিয়ারে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি। অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন তামিম ইকবাল (৫)। প্রস্তুতি ম্যাচের পর এই ম্যাচেও ব্যর্থ লিটন (১)। মুশফিকও (৫) বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও হতাশ করেন সৌম্য সরকার। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন তিনি। এরপর রিয়াদ (১৩), সাব্বির (১৩), মিরাজরা (২৬) নামের প্রতি সুবিচার করতে না পারলেও মোহাম্মদ মিথুন একপ্রান্তে লড়ে যান। ৭৩ বলে অর্ধশতক তুলে নেন মিথুন। তার ৯০ বলে ৬২ ও মোহাম্মদ সাইফউদ্দিনের ৫৮ বলের ৪১ রানের সুবাদে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১৪ বলে ৯ রানের অপরাজিত থাকেন। মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট নেন। এমইউ/১১:১৫/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2tl7PFK
February 13, 2019 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top