পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চ্যাংরাবান্ধা সীমান্তে

চ্যাংরাবান্ধা, ১০ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সিমান্তে। রবিবার দুপুরে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন বাইক আরোহী দুই যুবক। ট্রাকের চাকায় তাদের বাইকটিও ঠেলে নিয়ে যাওয়া হয় কিছুটা দূর। একটুর জন্য বেঁচে গিয়েছেন ওই দুই যুবক। তবে তাঁদের বাইকটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার প্রতিবাদে ঘাতক ট্রাকের পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশকেও তাদের ক্ষোভের মুখে পড়তে হয়। বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে চ্যাংরাবান্ধা সিমান্তে বেপরোয়া যানচলাচল বেড়েছে। যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে। চ্যাংরাবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় এলাকা অবধি ব্যস্ততম সার্করোডের উপর দুইপাশে বেআইনিভাবে পণ্যবোঝাই ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দাবি তোলেন অবিলম্বে এই রাস্তার উপর থেকে ট্রাকের লাইন সরিয়ে নিতে হবে। ঘন্টাখানেক আন্দোলন চলার পর শেষমেশ মেখলিগঞ্জ থানার ওসি অজিত শাহ এসে বাসিন্দাদের অভিযোগের বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে আন্দোলন তুলে নেওয়া হয়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

সংবাদদাতাঃ গৌতম সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gkh3dR

February 10, 2019 at 06:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top