রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে কড়া পদক্ষেপঃ সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ফেব্রুয়ারিঃ কলকাতা পুলিশ-সিবিআইয়ের লড়াই শেষ পর্যন্ত সুপ্রিমকোর্টে গড়াল। সিবিআইয়ের তরফে সারদা চিটফান্ড কাণ্ডে তদন্তের সহযোগিতার জন্য কলকাতার পুলিশ রাজীব কুমারকে নির্দেশ দিতে সুপ্রিমকোর্টে আবেদন জানানো হয়। পিটিশনে সিবিআই জানিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল। কিন্তু, তিনি একবারও সহযোগিতা করেননি। এবং, তদন্তে বাধা দিয়েছেন।

মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তবে প্রধান বিচারপতি বলেন, ‘যদি পুলিশ কমিশনার কোনো তথ্যপ্রমাণ নষ্ট করার কথা ভাবেন, তা সিবিআই আমাদের নজরে আনুক। কোনো প্রমাণ থাকলে তা আজই আমাদের জানান। আজই কড়া ব্যবস্থা নেব। তাঁর বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নেব, যার জন্য সারাজীবন অনুতাপ করতে হবে।’ সিবিআই-এর হয়ে মামলা লড়ছেন সলিসিটার জেনেরাল তুষার মেহতা। তিনি বলেন, ‘আমাদের দলকে আটকে রাখা হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনারের এখনই আত্মসমর্পণ করা উচিত।’ সুপ্রিমকোর্টকে তথ্যপ্রমাণ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন দুই সিবিআই আধিকারিক। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছে সিবিআই। এ ছাড়া, রাজ্যের এক জন ডিসি, এক জন এডিসিপি  দুই ইনস্পেক্টরের নামেও মামলা করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের মনোবল জোগাতে কলকাতায় আসছেন সিবিআইয়ের নয়া প্রধান ঋষিকুমার শুক্ল।

অন্যদিকে, রবিবার রাতে ধরনা মঞ্চে মমতার পাশে আইপিএস আধিকারিক কীভাবে বসে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা। রাজনৈতিক মঞ্চে আইপিএস-দের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল সোশ্যাল মিডিয়াতেও। আজ তা নিয়ে নিজেই ব্যাখা দেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে মেট্রো চ্যানেলে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এই ধরনা মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটি সরকারি ধরনা মঞ্চ। তাই এখানে পুলিশ আধিকারিকরা থাকতেই পারেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Tw3xXp

February 04, 2019 at 01:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top