ঢাকা, ১৬ ফেব্রুয়ারি- উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা দীর্ঘদিন পর আবারো নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়। এ গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল আর মিউজিক আয়োজন করেন রাজা কাশেফ। গেল ভালোবাসা দিবসের দিন বিকেলে রাজধানীর নিকেতনে চিরকুটের স্টুডিওতে রুনা লায়লা এ গানটিতে কণ্ঠ দেন। শিগগিরই এ গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। অনেকদিন পর নতুন গান গেয়ে রুনা লায়লা বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। কারণ নিজের সুরে রুনা লায়লা এবারই প্রথম গাইলেন। রুনা লায়লা বলেন, গানটির বিষয়ে বলতে হলে শুরুতেই ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহকে। কারণ তার যদি আগ্রহ না থাকতো তাহলে এই গানই হয়তো করা হয়ে উঠতো না। ধ্রুব গানের প্রতি যে ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। কিংবদন্তী এই কণ্ঠশিল্পী আরো বলেন, প্রতিনিয়ত আমার গানকে ঘিরে তার মধ্যে যে ভালোলাগা আমি দেখেছি, তা শিল্পী হিসেবে আমাকেও বেশ অভিভূত করেছে। অবশেষে যখন গানটি রেকর্ড করা হলো তখন ধ্রুবর মধ্য যে আনন্দ দেখেছি, সেটা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, আমার নতুন এই গান শ্রোতা দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। কবির বকুল অসাধারণ একটি গান লিখেছে। আর মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফও অনেক শ্রম দিয়ে গানটি করেছে। রাজাকে বিশেষ ধন্যবাদ এত সুন্দর সঙ্গীতায়োজনের জন্য। সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গর্ব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গুণী এই শিল্পীকে দিয়ে আমার প্রতিষ্ঠান থেকে গান করানোর। সেই গান করার লক্ষ্যেই গেল বছরের শেষপ্রান্ত থেকে এর শুরু হয় কাজ। রুনা লায়লা তার নিজের সুরেই গাইবেন এমন প্রস্তাব দিয়েছিলাম। তিনিও খুব উচ্ছ্বাস প্রকাশ করেন। অবশেষে গানটিতে কণ্ঠ দিলেন। তার সুর করা, তারই কন্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করি। ডিএমএসের পক্ষ থেকে জানায়, শিগগিরই গানটির মানসম্মত একটি মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে। এমএ/ ০৮:০০/ ১৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EcVt8S
February 17, 2019 at 02:05AM
16 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top