কী এমন হল যে রাতারাতি লুক বদলে ফেললেন বিরাট পত্নি অনুষ্কা। তাও আবার নেহাত মেকওভার নয়, এ যেন একেবারে আমূল ভোলবদল। প্লাস্টিক সার্জারি করলেন? কসমেটিক সার্জারি? নতুন সিনেমার লুক নাকি অন্যকিছু। ছবিটা নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পরই এমন হাজারও প্রশ্ন ঘুরতে শুরু করেছে নেটিজেন মহলে। সত্যিই এক ঝলকে দেখে বোঝার উপায় নেই যে তিনি অনুষ্কা শর্মা নন, অন্য কেউ। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি শ্বেতাঙ্গ মহিলার ছবি। পাশে কোলাজ করা অনুষ্কা শর্মা। আর এই ছবিই এখন অন্যতম চর্চিত বিষয় নেটপাড়ায়। কিন্তু কে এই মহিলা? ইনি হলেন মার্কিন গায়িকা জুলিয়া মাইকেল। অনুষ্কার মতোই হুবহু একই রকম দেখতে তাঁকে। হামসাকাল যাকে বলে। প্রসঙ্গত, শুধু গান গাওয়াই নয়, ব্রিটনি স্পেয়ার, জাস্টিন বাইবার, সেলেনা গোমজ-এর মতো প্রথম সারির মার্কিন তারকাদের জন্য গানও লিখেছেন জুলিয়া। শুধু তাই নয়, ছবি ঘিরে ইতিমধ্যেই মিমও তৈরি হয়েছে স্যোশাল সাইটে। দেখুন কী বলছেন নেটিজেনরা... View this post on Instagram Aus makin my hair extra floofy A post shared by Julia Michaels (@juliamichaels) on Feb 1, 2019 at 8:39pm PST View this post on Instagram What do you think about that?😂😍She is singer from USA @juliamichaels A post shared by Anushka Sharma Fan Page. (@anushkasharma.xx) on Feb 4, 2019 at 12:18am PST কিছুদান আগেই দেখা মিলেছিল বিরাটের হামসাকালেরও। তিনি ছিলেন হলিউড নায়ক ডোমিনিক কুপার। প্রসঙ্গত, সদ্য ছুটি কাটিয়ে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন বিরাট-অনুষ্কা। আর এই সেলেব কাপলের ইনস্টাগ্রাম বলছে রোম্যান্টিক সফর কাটিয়েই দেশে ফিরেছেন তাঁরা। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ার টাইমলাইন জুড়ে ঘুড়ছে সেই ছবিও। তবে নেটপাড়ার ভাইরাল এই হামসাকালের ছবি কী চোখে পড়েছে নায়িকার? যদি দেখে থাকেন বাকিদের মতো তিনিও নিশ্চই অবাক হয়েছেন। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নায়িকার তরফে। আর/০৮:১৪/০৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2RJ5GgH
February 07, 2019 at 03:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top