কলকাতা, ০৩ ফেব্রুয়ারি- কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের বিরোধিতায় কলকাতার মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ সপার্ষদ ধরনা শুরু করেন তিনি। সেখানেই ফের কেন্দ্রের বিরুদ্ধে মমতা। এদিন রাত ১১টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রাণ থাকতে মোদীর সামনে মাথা নোয়াবো না। মোদীর মাথা খারাপ হয়ে গিয়েছে। আসন্ন নির্বাচনে হার নিশ্চিত জেনে সমস্ত প্রতিষ্ঠানকে শেষ করতে চাইছে কেন্দ্র। মমতা জানিয়েছেন, ১৯ জানুয়ারির পর সিবিআই কর্তাদের তলব করা হয়। সেখানে তাঁদের বলা হয় কিছু তো করুন। তার পরই ধরপাকড় শুরু করেছে সিবিআই। দেশে সুপার ইমারজেন্সি চলছে। মেট্রো চ্যানেল থেকে দেশের মানুষ, আইনরক্ষক, বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যমের কাছে দেশকে বাঁচানোর আহ্বান করেন মমতা বন্দ্যোপাধ্যায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UA89Md
February 04, 2019 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top