মজুরির দাবিতে আটক বাগানের ম্যানেজার

চালসা, ১৯ ফেব্রুয়ারিঃ বকেয়া মজুরির দাবিতে ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল বাগানের শ্রমিকরা। মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের রুগ্ন ডানকান্সের কিলকোট চা বাগানে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। এদিন সকালে কাজ করে শ্রমিকরা বাগানের ফ্যাক্টরিতে যায়। সেখানে ম্যানেজারকে বাইরে ডেকে বকেয়া মজুরির দাবিতে ঘেরাও করে। জানা যায়, প্রায় দু’মাস ধরে শ্রমিকরা কাজ করেও মজুরি পাচ্ছে না। মজুরি না পেয়ে বিপাকে পড়েছে প্রায় ১২০০ শ্রমিক। না খেয়ে দিন কাটছে তাদের। এর আগেও বকেয়া মজুরির কথা ম্যানেজারকে জানিয়ে কোনো কাজ হয়নি। বাগানের শ্রমিক দীপক মির্ধা, চারকু মাহালি বলেন, গত দুই মাসে প্রায় কয়েক লক্ষ টাকা মজুরি বকেয়া রয়েছে। ১৪০ টাকা করে মজুরি দেওয়া হলেও সেই টাকা সময়মত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মজুরি না দিলে নেজারকে ছাড়া হবে না বলে হুমকি দেয় তারা। বাগানের ম্যানেজার জয় মুখার্জী বলেন, বাগানের যাবতীয় বিষয় ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনও পর্যন্ত উপর মহল থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2V6rjcW

February 19, 2019 at 01:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top