ঠাকুর ভাসান দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু যুবকের

কলকাতা, ১২ ফেব্রুয়ারিঃ সরস্বতী পুজোর ভাসান দিতে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আলিপুর চিড়িয়াখানার কাছে জিরাট ব্রিজে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম সম্রাট চক্রবর্তী (২৭)। বাড়ি চেতলার শঙ্কর বোস রোডে।

সোমবার রাতে সম্রাট বন্ধুদের সঙ্গে সরস্বতী পুজোর ভাসান দিতে যাচ্ছিলেন। সম্রাটের এক বন্ধু বলেন, ‘এদিন রাত ১১টা নাগাদ আলিপুর জিরাট ব্রিজের উপর দিয়ে ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলাম। একটা ছোটো টেম্পোতে ঠাকুর ছিল। আর সম্রাট বাইক চালিয়ে আগে যাচ্ছিল। বাইকের পেছনে আরও এক বন্ধু বসেছিল। আচমকা একটি লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। সম্রাট ছিটকে গিয়ে পড়ে ব্রিজের রেলিংয়ে। সঙ্গে সঙ্গে তাঁর গলা কেটে গিয়ে ঝুলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাইকটির পেছনে বসা বন্ধু অল্পবিস্তর আহত হন।’ ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠায়। তবে কোনও লরি ধাক্কা মেরেছে নাকি নিয়ন্ত্রণ হারিয়েই বাইকটি রেলিংয়ে ধাক্কা মারে, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GF55dV

February 12, 2019 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top