জঙ্গি দমনে পাকিস্তানকে কড়া বার্তা আমেরিকার

ওয়াশিংটন, ২৭ ফেব্রুয়ারিঃ জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানকে কড়া বার্তা দিল আমেরিকা। মঙ্গলবার জইশ-ই-মহম্মদের কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। জঙ্গি নিধনে ভারতের পদক্ষেপকে সমর্থন করে আমেরিকা। এর আগেও পুলওয়ামা হামলার পর জঙ্গি ইশুতে পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছিল আমেরিকা। তাদের সতর্ক করেছিল। আরও একবার পাকিস্তানকে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিল তারা।

গতকালের ঘটনার পর আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পমপেও ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তান উভয়কেই সংযত থাকতে বলেছি। দু’দেশের সম্পর্ক যেন খুব খারাপ জায়গায় না যায় তাও খেয়াল রাখা দরকার।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EepgNa

February 27, 2019 at 05:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top