এবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় পুদুচেরির মুখ্য়মন্ত্রী

পুদুচেরি, ১৩ ফেব্রুয়ারিঃ কেন্দ্রের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের অভিযোগ তুলে কিছুদিন আগেই কলকাতায় ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে ফের ধরনায় বসলেন আরেক মুখ্যমন্ত্রী। এবার ঘটনাস্থল পুদুচেরি। বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রশাসিত এই অঞ্চলের লেফেটেন্যান্ট গভর্নর কিরণ বেদির সঙ্গে সংঘাত শুরু হয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর। কিরণ বেদির বক্তব্য, এখনই হেলমেট পরা বাধ্যতামূলক করতে হবে। মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী চান, ওই নিয়ম চালু হোক ধাপে ধাপে। তাঁর অভিযোগ, রাজ্যের নির্বাচিত সরকারের নানা প্রকল্প অনুমোদন করছেন না লেফটেন্যান্ট গভর্নর। সেজন্য বুধবার বিকাল থেকে নারায়ণস্বামী রাজভবনের সামনে রাস্তায় ধরনায় বসেছিলেন। বুধবার সারা রাতই তিনি কাটিয়েছেন রাস্তায়। কংগ্রেস ও ডিএমকে-র বিধায়করাও আছেন তাঁর সঙ্গে। গত রবিবার কিরণ বেদী বলেন, পুদুচেরির আইন মন্ত্রকের সচিব মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানিয়েছেন, ওই কেন্দ্রশাসিত অঞ্চলে মোবাইল ম্যাজিস্ট্রিয়াল ট্রাফিক কোর্ট পাঠানো হোক। তবেই মোটর বাইক আরোহীদের হেলমেট পরা নিশ্চিত করা যাবে। মঙ্গলবার কিরণ বেদী টুইট করেন, পুলিশ স্থির করেছে, আগামী সোমবার থেকে হেলমেট পরা বাধ্যতামূলক করা হবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী চাইছেন না, অত তাড়াতাড়ি হেলমেট পরা বাধ্যতামূলক করা হোক। তাঁর অভিযোগ, সরকার মোট ৩৯ টি প্রস্তাব পাঠিয়েছিল লেফটেন্যান্ট গভর্নরের কাছে। তহবিল থেকে অর্থ মঞ্জুর, কর্মীদের বেতন দেওয়া ও বিনা পয়সায় গরিবদের চাল দেওয়ার প্রকল্পে অনুমোদন করতে অনুরোধ করা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি দীর্ঘদিন কোনও মতামত জানাননি। উলটে সরকারের দৈনন্দিন কাজকর্মে হস্তক্ষেপ করছেন। মুখ্যমন্ত্রীর দাবি,, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই লেফটেন্যান্ট গভর্নর ওই প্রস্তাবগুলি ঝুলিয়ে রেখেছেন। কিরণ বেদীকে ব্যবহার করে প্রধানমন্ত্রী সরকারের কাজে বাধা সৃষ্টি করতে চান।কিরণ বেদী মুখ্যমন্ত্রীকে পালটা একটি চিঠি দিয়েছেন। তাতে লিখেছেন, ‘এইভাবে প্রতিবাদ জানানো বেআইনি। জবাবের জন্য অপেক্ষা করার বদলে নিজেই রাজনিবাসে চলে এসেছেন। বেআইনি পথে জবাব দাবি করছেন। মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় কেউ কখনও এইভাবে প্রতিবাদ জানিয়েছে বলে শুনিনি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2tmkzvB

February 14, 2019 at 12:52PM
14 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top