উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহযোগিতায় গাজোলে তৈরি হবে ব্রিজ

গাজোল, ১১ ফেব্রুয়ারিঃ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় গাজোলে তৈরি হতে চলেছে আর একটি ব্রীজ। সালাইডাঙা গ্রাম পঞ্চায়েতের ইমামনগরে মরা টাঙ্গন নদীর উপর নির্মিত হবে ব্রিজ।  সোমবার এই ব্রিজের শিল্যান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, সাংসদ মৌসম নূর, বিধায়ক দীপালি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, সহ-সভাপতি জয়ন্ত ঘোষ, সমাজসেবী ডাঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। গাজোলের বিধায়কের আবেদন অনুযায়ী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই নদীর উপর সেতু নির্মাণের জন্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৮ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সেতুটি নির্মিত হলে উপকৃত হবেন আশেপাশের গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ।

তথ্যঃ গৌতম দাস

ছবিঃ পঙ্কজ ঘোষ

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GD5NZu

February 11, 2019 at 07:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top