কুমীরপ্রেমী স্টিভ আরউইন স্মরণে শ্রদ্ধা জানাল গুগল

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ২২ ফেব্রুয়ারিঃ স্টিভের ৫৭তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল গুগল ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। কুমীরই ছিল তাঁর ধ্যান জ্ঞান। সেই অস্ট্রেলিয়ান বন্যপ্রাণী সংরক্ষণবিদ এবং সেলিব্রিটি স্টিভ আরউইনের অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় কাটানো নানা মুহূর্ত, তাঁর কাজ ও স্মৃতির উদ্দেশ্যেই আজ গুগল ডুডলের মাধ্যমে বিশেষ সম্মান দিয়েছে গুগল। অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় তাঁর জীবনের নানা সময় ভাগ করে নেওয়ার পাশাপাশি পশু রাজ্যে তাঁর অবাধ বিচরণ ও প্রেমই ফুটিয়ে তোলা হয়েছে ডুডলের মধ্যে দিয়ে। আরউইন পরিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাস করা শুরু করলে সেখানে একটি সরীসৃপ উদ্যান উদ্বোধন করেন তারা। যা বিয়ারওয়াহ রেপটাইল পার্ক নামে পরিচিত।

পৃথিবীর সবথেকে বড় জীবন্ত সরীসৃপ অর্থাৎ নোনাজলের বিপন্ন কুমীরদের(endangered saltwater crocodiles) ধরা এবং সেই কুমীরদের সঠিক জায়গায় স্থানান্তরিত করতে সহায়তা করতেন স্টিভ। স্টিভ আরউইন এই পারিবারিক পার্ক পরিচালনা করতে শুরু করেছিলেন, পরবর্তীকালে এর নামকরণ করা হয়েছিল কুইন্সল্যান্ড রেপটাইল অ্যান্ড ফনা পার্ক(Queensland Reptile and Fauna Park) এবং আরও পরে অস্ট্রেলিয়া চিড়িয়াখানা হয়ে ওঠে এটি।

স্টিভ আরউইনের বিখ্যাত টেলিভিশন শো, ‘ক্রোকোডাইল হান্টার'(The Crocodile Hunter) ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিশ্বের ১০০ টিরও বেশি দেশের প্রায় ৫০০ মিলিয়ন মানুষ এই শো দেখতেন।

২০০১ সালে স্টিভ আরউইনকে সারাজীবন সেবা প্রদানের জন্য শতাব্দী পদক সম্মানে ভূষিত করা হয় এবং ২০০৪ সালে স্টিভ অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ারের জন্যও মনোনীত হন। হলিউড ওয়াক অফ ফেমের মরণোত্তর সম্মানও প্রদান করা হয়েছে তাঁকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2U2QWez

February 22, 2019 at 12:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top