ইসলামপুর হাসপাতালে বসছে ম্যাক এলাইজা, সিটি স্ক্যান, ডায়ালিসিস ইউনিট

ইসলামপুর, ১৩ ফেব্রুয়ারিঃ ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বসতে চলেছে ম্যাক এলাইজা টেস্টের মেশিন সহ সিটি স্ক্যান এবং ডায়ালিসিস ইউনিট। বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা. প্রকাশ মিশ্র জানান, অর্থবরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে। এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য ভবন নির্দেশক্রমে প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি অর্থবছর শেষ হতে বেশি দিন নেই। তাঁর আশা, আগামী অর্থ বছরেই নতুন মেশিন বসানোর কাজে হাত দেওয়া সম্ভব হবে।

স্বাস্থ্য দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল বা মহকুমা হাসপাতালে ম্যাক এলাইজা পরীক্ষার যন্ত্র নেই। ফলে রোগীদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে কখনো পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবার অনেক সময় ওই নমুনা যায় রাযগঞ্জ জেলা হাসপাতালে। সেখানে পরীক্ষা হওয়ার পর তার রিপোর্ট এলেই শুরু হয় রোগীর চিকিত্সা। কিন্তু অনেক সময়ই দেরি হয়ে যাওয়ায় রোগীরা সমস্যায় পড়েন। উদ্‌঩বেগে থাকেন রোগীর পরিজনরাও। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এই পরীক্ষা শুরু হলে উপকৃত হবেন ইসলামপুর মহকুমার পাশাপাশি বিহারের পোঠিয়া, ঠাকুরগঞ্জ ও পাহাড়কাট্টা থানা এলাকার কয়েক লক্ষ বাসিন্দা।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ম্যাক এলাইজা পরীক্ষার পাশাপাশি ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিটি স্ক্যান ও ডায়ালিসিস ইউনিট গড়ার পরিকল্পনাও রয়েছে। সরকারিভাবে অনুমোদন না পেলেও স্বাস্থ্য ভবনের সবুজ সংকেত রয়েছে বলে দাবি স্বাস্থ্য দপ্তরের এক কর্তার। এমনিতে ডাযালিসিস করতে হলে অনেক অর্থ ব্যয় হয় রোগীর পরিজনদের। এর জন্য একদিকে রোগীদের শিলিগুড়ি সহ নানা জায়গায় গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। পাশাপাশি ডায়ালিসিস বা সিটি স্ক্যানের জন্য অতিরিক্ত খরচ হয় তাঁদের। এবিষয়ে প্রসাসনিক পদক্ষেপের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবশেষে তা পূরণ হতে চলেছে।

স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব রাজিব সিংহ উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য বিভাগের অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই বিষয়গুলি উঠে আসে। এ প্রসঙ্গে ইসলামপুর রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওই তিনটি পরিসেবা চালু করতে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলাম। জেলা স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে একটি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে। অনুমোদন পেলেই আমরা কাজ শুরু করে দেব।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SxLnIv

February 13, 2019 at 12:44PM
13 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top