গাজোলে ১৯তম নকআউট ক্রিকেটের সূচনা

গাজোল, ২৪ ফেব্রুয়ারিঃ গাজোল ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিএসএ) পরিচালনায় গাজোল শঙ্করপুর ময়দানে ১৯তম নকআউট ক্রিকেট খেলার শুভ সূচনা হল রবিবার। এদিন খেলার শুভ সূচনা করেন গাজোলের বিধায়িকা দিপালী বিশ্বাস। উপস্থিত ছিলেন গাজোল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস, বিএসএ-এর সম্পাদক সুভাষ রায়, সহ-সম্পাদক অজিত অধিকারী, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুণ্ডু প্রমুখ। এদিন খেজুরডাঙ্গা বনাম গাজোল একাদশ- দল দুটির খেলা শুরু হয়। জয়ী হয় গাজোল একাদশ।

তথ্যঃ গৌতম দাস

ছবিঃ পঙ্কজ ঘোষ



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EdLkY6

February 24, 2019 at 07:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top