আজ থেকে শুরু বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট

কলকাতা, ৭ ফেব্রুয়ারিঃ রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে বৃহস্পতিবার রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। দুদিনের এই সামিটে ৩৬টি দেশের প্রায় চার হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন। রাজ্য সরকারের আশা, কয়েক লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসতে পারে এবারের সামিটে। বিজনেস সামিটে যোগ দিতে কলকাতায় আসছেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, রাকেশ মিত্তলের মতো দেশের প্রথম সারির শিল্পপতিরা। থাকবেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। গত বছর দেশ ও বিদেশএর ৪ হাজারের বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন। গত বছর বিনিয়োগের প্রস্তাবের পরিমাণ ছিল ২ কোটি ১৯ লক্ষ ১২৫ কোটি টাকা। এবার সেই পরিমাণ বাড়বে বলে আশা রাজ্য সরকারের।

বাণিজ্য সম্মেলনকে সফল করতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি রাজ্য প্রশাসন। রাস্তা-ফুটপাথ সাফসুতরো করার পাশাপাশি সেতু, উড়ালপুলের গায়ে নতুন করে নীল-সাদা রং করা হয়েছে। রঙিন আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট। তবে নবান্ন সূত্রে খবর, এবারও বাণিজ্য সম্মেলনে কেন্দ্রের কোনো মন্ত্রী বা প্রতিনিধি উপস্থিত থাকছেন না। তবে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু একটি ভিডিয়োয় সামিটের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RLJ674

February 07, 2019 at 12:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top