পানীয় জলে পোকার রাজত্ব দিনহাটায়

দিনহাটা, ১৫ ফেব্রুয়ারিঃ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সরবরাহ করা পানীয় জলে কিলবিল করছে পোকা। শুক্রবার সকালে এমনই দৃশ্য দেখা গেল দিনহাটা ২ ব্লকের চৌধুরীহাট বাজারের সন্তোষী মা মোড় এলাকায়। অভিযোগ, আশেপাশের কয়েকটি ট্যাপেও পোকার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

এবিষয়ে দিনহাটা ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন বলেন, ‘জলে পোকা থাকার কথা শুনেছি। শীঘ্রই এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলব।’ দিনহাটায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়র কমল রায়কে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এবিষয়ে এখনও তিনি জানেন না। তবে সমস্যা থাকলে অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সংবাদদাতাঃ কৌশিক সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2tp63U1

February 15, 2019 at 12:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top