মুম্বাই, ২৫ ফেব্রুয়ারি- বলিউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী রোববার। গত বছরের এই দিনে দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার হোটেলে মারা যান চাঁদনি খ্যাত এই অভিনেত্রী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বলিউডের এই বরেণ্য অভিনেত্রীকে নানাভাবে স্মরণ করা হচ্ছে। এনডিটিভি জানায়, ইনস্টাগ্রামে মাকে স্মরণ করে আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন জাহ্নবী কাপুর। তিনি লিখেছেন, আমার মন সব সময়ে ভারী হয়ে থাকে। কিন্তু আমি সব সময় হাসি, কারণ জানি, আমার হাসির মধ্যেই তুমি আছো। এরই মধ্যে বলিউডে পা রেখেছেন জাহ্নবী কাপুর। মেয়েকে নিয়ে মা যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ হয়েছে। শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকীতে রোববার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে হাজির হয় প্রায় পুরো কাপুর পরিবার। প্রার্থনা করছেন শ্রীদেবীর ভক্তরাও। শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের তামিলনাড়ুতে। ১৯৬৯ সালে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ভক্তিমূলক তামিল ছবি তুনাইভান তাঁর প্রথম চলচ্চিত্র। নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ষোলা সাওয়ান। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে। চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরকে শ্রীদেবী বিয়ে করেন ১৯৯৬ সালে। তাঁদের সংসারে দুই সন্তানজাহ্নবী কাপুর ও খুশি কাপুর। শ্রীদেবী অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে জনপ্রিয় দুটি ছবি নাগিনা ও চাঁদনি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SXravO
February 25, 2019 at 07:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top