নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ অমিত ভাণ্ডারী নিগ্রহের ঘটনায় অভিযুক্ত উচ্চাকাঙ্ক্ষী সেই তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন(ডিডিসিএ)। ডিডিসিএ’র সভাপতি রজত শর্মা জানান, অভিযুক্ত অনুজ দেধাকে আজীবন নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
দিল্লির অনূর্ধ্ব ২৩ দলে জায়গা না-পাওয়ায় ভারতীয় দলের প্রাক্তন বোলার তথা দিল্লির নির্বাচক অমিত ভাণ্ডারীকে নিগ্রহ করেন অনুজ। অনুজের পাশাপাশি গোটা ১৫ জনের একটা দল মারধর করে ভাণ্ডারীকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RWv3Mh
February 13, 2019 at 10:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন