হরিশচন্দ্রপুরে রেল অবরোধ বামেদের

চাঁচল, ২৩ ফেব্রুয়ারিঃ দূরপাল্লার ট্রেনের পরিসেবা উন্নয়নের দাবিতে রেল অবরোধ করল বামেরা। শনিবার ৩০ মিনিট অবরোধের জেরে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কোনো ট্রেন চলাচল করেনি। এদিন দুপুরে মালদা ও উত্তর দিনাজপুরের বামফ্রন্ট্রের কর্মীরা এনজেপি-বালুরঘাট প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে আরপিএফ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে রেল অবরোধ তুলে দেন।

বামফ্রন্টের মালদা জেলা কমিটির সম্পাদক অম্বর মিত্র জানান, “হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে মালদা ও উত্তর দিনাজপুর দুই জেলার মানুষ জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের জেলা ও উত্তর দিনাজপুর জেলা থেকে সকালে কলকাতা যাওয়ার ট্রেন নেই। রাধিকাপুর থেকে মালদা হয়ে কলকাতাগামী ট্রেন সকালে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। রাধিকাপুর থেকে এই ট্রেন চালু করে তেভাগা এক্সপ্রেসের সঙ্গে লিংক করে দিতে হবে। এছাড়াও বিভিন্ন সুপার ফাস্ট ট্রেনগুলির আমাদের দুই জেলার বহু স্টেশনে স্টপেজ নেই। এই সুপার ফাস্ট ট্রেনগুলির স্টপেজ দুই জেলাতে দিতে হবে। স্টেশনগুলির পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। সমস্ত স্টেশনে টিকিট কাউন্টার বাড়াতে হবে। স্টেশন সংলগ্ন রাস্তাঘাটগুলো সংস্কার করাতে হবে। স্টেশনের শৌচাগার পুনর্গঠন করতে হবে। বেশিরভাগ স্টেশনে পানীয় জলের ব্যবস্থা নেই বললেই চলে। প্রতিটি স্টেশনে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। উত্তর দিনাজপুরের মানুষেরা সকালের ট্রেনের জন্য একাধিকবার অবস্থান করেছেন রেল রোকো অবরোধ করেছেন। কিন্তু রেলের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমরা রেল অবরোধ করব না। কিন্তু কর্তৃপক্ষ যদি অনড় থাকে তাহলে আমাদের লড়াইয়ের পথ বেছে নিতে হবে।’

সংবাদদাতাঃ বাপি কুমার দাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E875bI

February 23, 2019 at 02:33PM
23 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top