মদের ঠেকের বিরুদ্ধে সরব বনচুকামারি গ্রাম

আলিপুরদুয়ার, ১১ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ার শহর সংলগ্ন বনচুকামারি গ্রামে বৈধ ও অবৈধ মদের ঠেকের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার দুপুরে এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ বৈধ ও অবৈধ মদের ঠেকের বন্ধের দাবিতে আলিপুরদুয়ার থানার সামনে এসে বিক্ষোভ দেখান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বনচুকামারি এলাকায় একাধিক অবৈধ মদের দোকান রমরমিয়ে চলছে। এরমধ্যে এলাকায় সরকারের অনুমোদন প্রাপ্ত আর একটি বিলিতি মদের দোকান চালু হয়েছে। এই মদের দোকানকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি রীতিমতো ঘোরালো হয়ে উঠেছে বলে অভিযোগ। এই মদের দোকান চালু না করার জন্য বারবার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েও কোনো লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্যর কোনো রকম এনওসি ছাড়াই এই মদের দোকান গড়ে উঠেছে বলে অভিযোগ। আলিপুরদুয়ার থানার আই সি জয়দেব ঘোষ বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। অবৈধ মদের ঠেকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।‘



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Ssqgae

February 11, 2019 at 06:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top