ঢাকা, ০৪ ফেব্রুয়ারি- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোয়ালিফাই ম্যাচে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হয়েছে। টস জিতে আগে ব্যাট করার সিধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি। ফলে আগে বল করতে মাঠে নামবে ইমরুলের কুমিল্লা। আজকের ম্যাচে যে দল জয়ী হবে তারাই ফাইনালে চলে যাবে। সোমবার মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খেলাটি শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও মাছরাঙা টিভি চ্যানেল। আজকের ম্যাচে যারা হেরে যাবে, তাদের সামনে আরও একটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জিততে পারলে ফাইনালে খেলার সুযোগ পাবে তারা। এর আগে বিপিএলের চলতি আসরে গ্রুপ পর্বে দুইবার মুখোমুখি হয় রংপুর ও কুমিল্লা। দুইবারের দ্দেখাতে একক আধিপত্য বিস্তার করে রংপুর। কোয়ালিফায়ার ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখতে চায় মাশরাফির নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে আগের দুই হারের প্রতিশোধ নিয়ে ঘুরে দাঁড়াতে চায় কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ​তামিম ইকবাল, ইমরুল কায়েস(অধিনায়ক), বিজয়, আফ্রিদি, পেরেরা, সাইফউদ্দিন, সাঞ্জিত সাহা, শামসুর রহমান, মেহেদী হাসান, ওহাব। রংপুর রাইডার্সঃ মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রভি বোপারা, রুশো, মিথুন, হাওয়েল, নাহিদুল, শফিউল, ফরহাদ রেজা, সোহাগ গাজী , মারুফ ও গেইল। এইচ/২০:০৫/০৪ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DR2rzX
February 05, 2019 at 02:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top