খাবারে মরা আরশোলা, ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া

ভোপাল, ৩ ফেব্রুয়ারিঃ এয়ার ইন্ডিয়ার খাবারে মরা আরশোলা! এমনই অভিযোগ তুলে সরব হলেন এক যাত্রী৷ অভিযোগ, তাঁর খাবারের মধ্যে মিলেছে মরা আরশোলা৷ শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার ৬৩৪ বিমানে ভোপাল থেকে মুম্বই আসছিলেন রোহিত রাজ সিং চৌহান নামে এক যাত্রী৷ সফরকালে প্রাতঃরাশ পরিবেশন করা হয় তাঁকে৷ খাবারের প্যাকেটটি খুলতেই ইডলি-বড়া সম্বারে মরা আরশোলা খুঁজে পান ওই যাত্রী৷ তা দেখে ক্ষোভ প্রকাশ করে বিমানকর্মীদের কাছে খাবার নিয়ে অভিযোগ জানাতে যান৷ অভিযোগ, প্রথমে ওই যাত্রীর কথার কোনও গুরুত্বই দিতে চাননি বিমানকর্মীরা৷ এমনকি ওই প্রাতঃরাশই বাকি যাত্রীদের পরিবেশন করা হয়৷ পরে অবশ্য এরজন্য ক্ষমা চেয়ে নেন বিমানকর্মীরা৷ তারপরেও ওই যাত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি৷ মুম্বই বিমানবন্দরে তিনি এ বিষয়ে অভিযোগ জানান। যদিও গোটা ঘটনাটি অস্বীকার করেছেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজার রাজেন্দ্র মালহোত্রা।

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও এক মহিলা বিমানযাত্রী খাবার থেকে মরা আরশোলা পেয়েছিলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2S3Aspu

February 03, 2019 at 12:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top