বিরল প্রজাতির জোড়া কচ্ছপ উদ্ধার

হাসিমারা, ২৫ ফেব্রুয়ারিঃ বিরল প্রজাতির জোড়া কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সোমবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীন হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা কচ্ছপ দুটি উদ্ধার করেন। গতকাল বিকেলে হাসিমারার সাতালি চা বাগানের চামড়া লাইনের বাসিন্দা সুনীল দোরজি বাগানের ২১ নম্বর সেকসন সংলগ্ন এলাকা থেকে কচ্ছপ দুটিকে উদ্ধার করেন। এরপর বনদপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা এদিন সেখানে গিয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করেন। এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের ডেপুটি রেঞ্জার আনন্দ বিশ্বাস বলেন, প্রায় ৭ বছরের বিরল প্রজাতির কচ্ছপ দুটি উদ্ধার করে রাজাভাতখাওয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এই প্রজাতির কচ্ছপ স্থলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদদাতাঃ সমীর দাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SoGdJR

February 25, 2019 at 02:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top