কলকাতা, ২৩ ফেব্রুয়ারিঃ গুজব রুখতে এবার সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি করা হবে। আর সেই কারণেই শনিবার থেকে নবান্নে চালু হল মনিটরিং সেল৷ রাজ্য পুলিশের দপ্তর থেকেও সরাসরি নজরদারি চালানো হবে।
গুজবের জেরে রাজ্যজুড়ে একের পর এক ঘটনা ঘটে চলেছে। পুলওয়ামা হামলার পর থেকে গুজবের প্রবণতা বেড়েছে কয়েকগুণ। আক্রান্ত হচ্ছেন কাশ্মীরিরা। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এখনও পর্যন্ত এই জাতীয় ঘটনায় গ্রেফতার হয়েছে ৪০ জন৷
গত সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে আরএসএস-বিজেপি-বিশ্বহিন্দু পরিষদকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্ররোচনা দিয়ে ইচ্ছে করে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। এটা একটা গেমপ্ল্যান। প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার পাশাপাশি সাধারণ মানুষকে প্ররোচনা এড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IvCSsF
February 23, 2019 at 10:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন