নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারিঃ সার্জিকাল স্ট্রাইকের মাথা লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডাকে জাতীয় নিরাপত্তা বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান হিসেবে নিয়োগ করল কংগ্রেস। সেনাবাহিনীর উত্তর কমান্ডের প্রাক্তন চিফ হিসাবে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সীমান্তে সার্জিকাল স্ট্রাইকের নজরদারি করছিলেন তিনি। জাতীয় নিরাপত্তা বিষয়ে গঠিত এই টাস্ক ফোর্স কংগ্রেসের জন্য লোকসভা নির্বাচনের আগে একটি ভিশন ডকুমেন্টও তৈরি করবে।
বৃহস্পতিবার দলের সভাপতি রাহুল গান্ধি এবং অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার মধ্যে বৈঠকের পর কংগ্রেস এই সিদ্ধান্ত ঘোষণা করে। লেফটেন্যান্ট জেনারেল হুডা অবশ্য স্পষ্ট জানিয়েছেন, তিনি কংগ্রেসে যোগদান করেননি এবং তাঁর এই অংশগ্রহণ কেবল এই টাস্কফোর্সের জন্যই সীমাবদ্ধ।
তিনি জানিয়েছে, পাঁচ-ছয়জন নিয়ে নিজের দলকে বেছে নেবেন তিনি। সামরিক, বিদেশ নীতি বিশেষজ্ঞ এবং এমনকি পুলিশ থেকেও বাছা হতে পারে দলের সদস্য। টাস্ক ফোর্স জাতীয় নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে এক মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়েই কাজে নামছে।
উড়িতে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহেরও কম সময়ে সেনা কর্মকর্তার বিশেষ বাহিনীর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করে। উড়িতে পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে ১৯ জন সৈন্য নিহত হন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nkysno
February 22, 2019 at 01:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন