মেটেলিতে সন্ত গুরু রবিদাসের ৬৪২ তম জন্মজয়ন্তী পালন

মেটেলি, ১৯ ফেব্রুয়ারিঃ মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে সন্ত গুরু রবিদাসের ৬৪২ তম জন্মজয়ন্তী পালন করা হল। পাশাপাশি রবিদাস সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন পর্ষদের দাবি জানাল ডুয়ার্সের রবিদাস সম্প্রদায়। সাংস্কৃতিক চর্চার জন্য ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কমিউনিটি হল ঘরের নির্মাণেরও দাবি জানান তাঁরা। মঙ্গলবার ডুয়ার্স রবিদাস সমাজ সেবা সমিতির তরফে এই দাবি জানান নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক প্রেমচন্দ রবিদাস, সভাপতি বিহারী রবিদাস, রাজেন্দ্র রবিদাস, রাম গণেশ রবিদাস সহ আরও অনেকে। তাঁরা বলেন, দীর্ঘ কয়েক বছর ধরেই ডুয়ার্সের বিভিন্ন চা বাগান ও গ্রাম্য এলাকায় রবিদাস সম্প্রদায়ের লোকেরা নানান সমস্যায় রয়েছেন। দিনের পর দিন এই সম্প্রদায়ের কৃষ্টি, সংষ্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ সহ সংস্কৃতি চর্চার জন্য কমিউনিটি হল তৈরির দাবি দ্রুত লিখিতভাবে সরকারকে জানানো হবে। এদিন সন্ত গুরু রবিদাসের পুজো হয়। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত জওয়ানদের আত্মার শান্তির জন্যও প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ডুয়ার্সের বিভিন্ন এলাকার রবিদাস সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2BISXp5

February 19, 2019 at 04:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top