বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের পাঁচ বছরের কারাদণ্ড

কলকাতা, ২১ ফেব্রুয়ারিঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহা, প্রাক্তন কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায় ও মুক্তি দেবকে পাঁচ বছরের কারাদণ্ড দিল আদালত। ভুয়ো সার্টিফিকেটে চাকরির মামলায় বুধবার তিনজনকে দোষী সাব্যস্ত করে বোলপুর আদালত।

জানা গিয়েছে, ১৯৯৭ সালে বিশ্বভারতীর অ্যাপ্লায়েড ম্যাথামেটিকসের অধ্যাপিকা হিসাবে যোগ দিয়েছিলেন মুক্তি দেব। সেই সময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন দিলীপ সিনহা এবং কর্মসচিব ছিলেন দিলীপ মুখোপাধ্যায়। ২০০২ সালে বিশ্বভারতী থেকে পিএইচডি করার আবেদন করেন মুক্তিদেবী। এই আবেদনের ভিত্তিতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ, মুক্তিদেবীর স্নাতক এবং মাস্টার ডিগ্রির সার্টিফিকেট চায়। কিন্তু মুক্তিদেবী সেই নথি জমা দিতে পারেননি। এরপরই তদন্তে উঠে আসে মুক্তিদেবীর সমস্ত শংসাপত্র ভুয়ো এবং তাতে সই করেছেন তৎকালীন উপাচার্য দিলীপ সিনহা এবং কর্মসচিব দিলীপ মুখোপাধ্যায়। এরপর ২০০৪ সালে তৎকালীন উপাচার্য সুজিত বসুর নির্দেশে কর্মসচিব সুনীল সরকার একটি মামলা রুজু করেন। অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৪৭১, ৪৭৪ এবং ১২০বি ধারায় শাস্তি ঘোষণা করল আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IsNJno

February 21, 2019 at 05:47PM
21 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top