ঘোকসাডাঙ্গা, ১৭ ফেব্রুয়ারিঃ মহিলা ও পুরুষদের স্বনির্ভর করার লক্ষ্যে রবিবার মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা পেন এনজিও ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশ বিশাতে অনুষ্ঠিত হলো মাশরুম চাষ ও জৈব সার নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি রায় তরফদার, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুরজিৎ খালকো সহ অন্যান্য অধ্যাপকগন। শিবিরে জৈব সার উৎপাদন ও মাশরুম চাষ নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে। পুরুষ ও মহিলা মিলে প্রশিক্ষণ নেন মোট ১৬০ জন। শিবির শুরু হওয়ার আগে কাশ্মীরে জঙ্গি হানায় শহীদ সেনাদের প্রতি শোক জ্ঞাপন করা হয়।
সংবাদদাতাঃ রাকেশ শা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SVl26A
February 17, 2019 at 09:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন