কালিয়াগঞ্জে ক্যান্সার নির্ণয় এবং সচতনতা শিবির

কালিয়াগঞ্জ, ২১ফেব্রুয়ারিঃ ক্যান্সার নিয়ে সচেতনতার অভাবে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় এদেশে। আগাম সর্তক হলে এই মৃত্যুর হার অনেক কমানো সম্ভব। সেই উদ্দেশ্যে বুধবার ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির ও ক্যান্সার নির্ণয় শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। মারোয়াড়ী যুবা মঞ্চের কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে বৃহস্পতিবার শহরের হনুমান ভবনে এই শিবিরের সুচনায় উপস্হিত ছিলেন পুরপ্রধান কার্তিক পাল। ছিলেন কালিয়াগঞ্জ এসজি হাসপাতালের সুপার প্রকাশ রায়, যুবা মঞ্চের সভাপতি নারায়ন কারনানি, সভাপতি পংকজ বারাদিয়া প্রমুখ। এদিনের শিবিরে মোবাইল ল্যাবে ক্যান্সার চিহ্নিতকরন করা হয়।

সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SQG8ni

February 21, 2019 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top