ঢাকা, ০২ ফেব্রুয়ারি- দুই দলেরই নিশ্চিত প্লে-অফের টিকিট। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মধ্যকার লড়াইয়ে তবুও আছে কিছু পাওয়ার। ম্যাচটিতে জয় দলী পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে খেলবে প্লে-অফ। চলতি বিপিএলের ৪১তম ম্যাচে শনিবার মিরপুর স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। রংপুরের বিপক্ষে প্রথম লড়াইয়ে পাত্তাই পায়নি কুমিল্লা। মিরপুরেই হওয়া ওই ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল। ম্যাচটিতে চারটি উইকেট আলো কেড়েছিলেন মাশরাফী। এই লড়াইটিও উত্তাপ ছড়াবে বলে ধারণা করা হচ্ছে। কেননা শেষ চার নিশ্চিত থাকায় কোনো চাপ নেই দল দুটির। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও নজরকাড়া। নিজেদের শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে কুমিল্লা। অসাধারণ ফর্মে রংপুরও। নিজেদের শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রংপুর। ম্যাচটিতে কুমিল্লাকে হারাতে পারলেই শীর্ষে উঠে আসতে পারবে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), আবু হায়দার, জিয়াউর রহমান, ওয়াহাব রিয়াজ, লিয়াম ডসন, থিসারা পেরেরা, ওয়াকার সালামখেইল, সঞ্জিত সাহা রংপুর রাইডার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, রবি বোপারা, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, মেহেদি মারুফ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাইলি রুশো। এমএ/ ০২:৪৪/ ০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GmPQWS
February 02, 2019 at 08:38PM
02 Feb 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top