নয়াদিল্লি, ৩ মার্চঃ কালাশনিকভ সিরিজের রাইফেলের আধুনিকতম সংস্করণ একে-২০৩। অত্যাধুনিক এই রাইফেল এবার তৈরি হবে ভারতের মাটিতে। এই রাইফেল তুলে দেওয়া হবে ভারতীয় সেনা জওয়ানদের হাতে। রবিবার আমেঠিতে এই রাইফেল তৈরির প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের প্রযুক্তি পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। চুক্তি অনুসারে ভারতে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার রাইফেল তৈরি হবে। এই রাইফেলগুলি ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে। এই রাইফেল তৈরি হওয়ার পর একে সিরিজের পুরোনো রাইফেলগুলি সেনার কাছ থেকে ফেরত নিয়ে তা আধাসেনার হাতে তুলে দেওয়া হবে।
এই রাইফেল সম্পর্কে কিছু তথ্য-
অত্যাধুনিক এই রাইফেল থেকে মিনিটে ৬০০ রাউন্ড গুলি চালানো সম্ভব। অর্থাৎ প্রতি সেকেন্ডে গড়ে ১০টি গুলি।
এই রাইফেলের বাট ভাঁজ করে বা লম্বা করে রাখা যায়।
এই রাইফেলের সঙ্গে জোড়া যায় টেলিস্কোপ।
ওজন ৪১০০ গ্রাম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HbjK0N
March 03, 2019 at 11:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন