মসুল(ইরাক), ২২ মার্চঃ ইরাকের মসুলে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। মসুলের সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান জানিয়েছেন, ফেরিতে থাকা বেশিরভাগ যাত্রীই সাঁতার জানতেন না। একশ জনেরও বেশী যাত্রী ছিলেন ওই ফেরিতে। অথচ, ওই ফেরিতে ৩০ জনের মতো লোক নিয়ে যাওয়া যায়। ইরাকে কুরদিশ নতুন বছর নওরোজ উদযাপন করতে ফেরিটি পর্যটকদের নিয়ে শহর থেকে কিলোমিটার দূরে উম্ম রাবেন দ্বীপে যাচ্ছিল।
ইসলামিক স্টেটসের দখল থেকে শহর মুক্ত হওয়ার পর এই বছরই টাইগ্রিস নদীর তীরে উত্সবে সামিল হয়েছিলেন মানুষজন। ঘটনাস্থলে পরিদর্শনে যান সে দেশের প্রধানমন্ত্রী আদেল আবদেল। তিনি তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এই নৌকাডুবির ঘটনার দায় কার, তা খুঁজে বের করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HJt7Fc
March 22, 2019 at 11:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন