আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বড়োমার

ঠাকুরনগর, ৭ মার্চঃ জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার শেষকৃত্য হবে মতুয়া মহাসংঘের প্রধান বড়োমা বীণাপানি ঠাকুরের। এদিন বেলা ১২টা নাগাদ গান স্যালুট দেওয়া হবে বড়োমাকে। তারপর সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। প্রমথরঞ্জন ঠাকুরের সমাধিস্থানের পাশেই একটি জমিতে শেষকৃত্যের আয়োজন চলছে।  ঠাকুর পরিবার সূত্রে জানা গিয়েছে, ঠাকুর পরিবার সূত্রে জানা গিয়েছে, বড়োমার ছোটো ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর মুখাগ্নি করবেন। বড়োমার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরনগর কলেজের দিকে আবার সেখান থেকে ফেরানো হবে ঠাকুরবাড়িতে। যদিও অন্ত্যেষ্টি ক্রিয়া কখন সম্পন্ন হবে, তা নিয়ে দু’রকম বক্তব্য জানা গিয়েছে। রাজ্য সরকারের পক্ষে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বৃহস্পতিবার বারোটা নাগাদ বড়োমার অন্ত্যেষ্টি হবে। তা উড়িয়ে দিয়ে বিজেপি নেতা তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর বলেন, বিকেল চারটের আগে শেষকৃত্য হবে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HjcAaP

March 07, 2019 at 12:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top