বিশ্বকাপের আসর বসতে তেমন একটা দেরি নেই। এরইমধ্যে অংশগ্রহণকারী দলগুলো বিশ্বকাপ একাদশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এমন সময় বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা দলের জন্য এলো এক দুঃসংবাদ। আজ (রোববার) ভোরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সম্ভাব্য অধিনায়ক দিমুথ করুনারত্নে। শ্রীলংকার স্থানীয় সংবাদমাধ্যম কলম্বো গেজেট ও ইএসপিএন ক্রিকইনফো তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। কলম্বো গেজেট জানিয়েছে, রাজধানী কলম্বোর বরেলা অঞ্চল থেকে গ্রেফতার করা হয় করুনারত্নেকে। সাম্প্রতিক সময়ে একটু এলিয়ে পড়েছে। বিশেষকরে তাদের ব্যাটিং লাইনআপে আর আগের মতো বীরগাঁথা রচিত হয়না। জয়সুরিয়া, সাঙ্গাকারা, জয়বর্ধনদের অবসরের পর সে মানের খেলোয়াড় আর তৈরি হচ্ছে না দেশটিতে। সাম্প্রতিক সময়ে এমন ভঙ্গুর ব্যাটিং লাইনআপের ভিত এই বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান। বর্তমানে তিনি শ্রীলংকার টেস্ট দলের অধিনায়ক। ইতিমধ্যে তিনি বেশ সফলতা অর্জন করেছেন। তার অধিনায়কত্বে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করে লংকানরা। সে হিসেবে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলংকা দলের আর্মব্যান্ড করুনারত্নের হাতেই তুলে দিতে জোর আলোচনা চলছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে। আর এরইমাঝে এই দুঃসংবাদটি এলো। এ যেন গোটা পরিকল্পনাকেই ভেস্তে দেয়া। করুনারত্নকে কেন গ্রেফতার করা হলো সে বিষয়ে স্থানীয় পুলিশ সুপার রুয়ান গুনাসেকারার বরাত দিয়ে সংবাদমাধ্যম কলম্বো গেজেট জানিয়েছে, সম্পূর্ণ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন করুনারত্নে। ভোর ৫টা ১৫ মিনিটে বরেলার কিনসে রোড জংশনের কাছে এলে সেখানে তার গাড়ির সঙ্গে একটি তিন চাকার মোটরচালিত বাহনের সংঘর্ষ হয়। এতে মোটর বাহনে থাকা আরোহী বেশ আহত হন। ইতিমধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা পুলিশের কাছে স্বীকার করেছেন এই লংকানদের টেস্ট অধিনায়ক। জানা গেছে, আপাতত জামিন পেয়েছেন। আগামীকাল এ ঘটনায় তাকে আদালতে তোলা হতে পারে। এর পর আদালতই সিদ্ধান্ত নিবে করুনারত্মের বিশ্বকাপ খেলা না খেলা বিষয়ে। শ্রীলঙ্কার জার্সি গায়ে এখন পর্যন্ত ৬০টি টেস্ট ম্যাচ খেলেছেন করুনারত্নে। ৮ টি সেঞ্চুরি ও ২২টি অর্ধশতকসহ রান করে তার ঝুলিতে মোট সংগ্রহ ৪,০৭৪ রান। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ১৯৬। এছাড়াও ১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। সূত্র: যুগান্তর আর এস/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YBkRx0
March 31, 2019 at 08:00PM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top