হিলি, ২ মার্চঃ নারী ও শিশু পাচার রুখতে হিলি কলেজে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আজ। শনিবার কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এই শিবিরে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। মূলত শিশু ও মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন সচেতনতা শিবিরে আলোচনা করেন হিলি কলেজের অধ্যক্ষ নর্বু শেরপা, অধ্যাপক অভিজিৎ সরকার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সূরজ দাশ, দত্তক সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা করেন স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির জেলা কোঅর্ডিনেটর স্বপন গোস্বামী সহ আরও অনেকে।
তথ্যঃ রবীন মুর্মু
ছবিঃ মাজিদুর সরদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SDfk58
March 02, 2019 at 08:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন