ওদলাবাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সেপটিক ট্যাংকে পড়ে গেল শিশু

ওদলাবাড়ি, ১ মার্চঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে এসে সেপটিক ট্যাংকে পড়ে গেল পাঁচ বছরের একটি শিশু। ওদলাবাড়ি চা বাগানের গদি লাইনের ঘটনা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওদলাবাড়ি চা বাগানের ধোবি লাইনের ছাত্র সাহিল লোহার প্রতিদিনের মতো আইসিডিএস সেন্টারে এসেছিল পড়াশুনা করতে। স্কুলের মধ্যে খেলতে খেলতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সেপটিক ট্যাংকে পড়ে যায় সাহিল। সাত ফুট গভীর ঢাকনা বিহীন ওই সেপটিক ট্যাংক থেকে গোঙানির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। ওই ট্যাংক থেকে সাহিলকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। কিছুক্ষণ পর সাহিলের জ্ঞান ফেরে। পরে সেখান থেকে সাহিলকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় বলে জানিয়েছেন বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা।

দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটি ঢাকনা খোলা অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু তার কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা ও সুপারভাইজার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2H9PFio

March 01, 2019 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top