মুম্বাই, ১৪ মার্চ- আগামী ৩০ মে বসছে অডিআই ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় আসর ক্রিকেট বিশ্বকাপ-২০১৯। তবে এখনই বিশ্বকাপে কে মাঠ কাঁপাবেন এমন জল্পনায় মশগুল ক্রিকেট ভক্তরা। নিজেদের পছন্দের খেলোয়াড়ের কথা জানাতে কার্পণ্য করছেন না কেউ। ক্রিকেটে বুঁদ ভারতীয় চলচ্চিত্র পাড়াও। ক্রিকেটকে বেশ পছন্দ এসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানি লিওনের। তিনি জানালেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কাকে পছন্দের তালিকাশীর্ষে রাখতে চান। সানির চোখে, কোহলি, রোহিত বা হার্দিক নয় সাবেক ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি হচ্ছেন সেরা ক্রিকেটার। তবে ক্রিকেটে ধোনির কারিশমাকে বিবেচনায় আনেননি তিনি। ধোনিকে তার পছন্দ ক্রিকেটের বাইরের অন্য কোনো কারণে। সানির মতে, ধোনি নিজের পরিবারের জন্য সবসময় সচেতন। খেলার জন্য যে দেশেই উড়ে যাক ধোনি ২২ গজের বাইরেও সুযোগ পেলে পরিবারকে সময় দেন। শুধু ধোনিই নয় ধোনির মেয়ে জিভাকেও অত্যন্ত পছন্দ করেন সানি। এ বিষয়ে সানি লিওন বলেন, আমার প্রিয় ক্রিকেটার ধোনি। ওর মেয়েটি দেখতে খুব মিষ্টি। ধোনি আমার সবেচেয়ে পছন্দের ক্রিকেটার, কারণ তিনি পরিবারকে সুন্দরভাবে আগলে রাখেন। আরএস/ ১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CmrVUM
March 14, 2019 at 10:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top