নয়াদিল্লি, ২০ মার্চঃ দিকেদিকে লেগেছে বসন্তের রং। বাদ যায়নি গুগলও। বুধবার, ২০ মার্চ গুগল বিশেষ ডুডলের মাধ্যমে জানিয়েছে বসন্তের রঙিন আগমন বার্তা। পৃথিবী পৃষ্ঠের উপর একটি ফুলের অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে গুগল। যার নাম স্প্রিং ইকুইনক্স বা মহাবিষুব। তাদের অ্যানিমেশনে বসন্তের আগমনে পৃথিবীর মাথায় সবুজ ও গোলাপী রং-এর ফুল ফুটেছে।
বসন্তের প্রথম দিনকে স্প্রিং ইকুইনক্স হিসেবে বলা হয়েছে। স্প্রিং ইকুইনক্স হল এমন একটা দিন যেখানে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। ইকুইনক্স একটি ল্যাটিন শব্দ। বিশ্বের প্রায় সর্বত্র, রাত্রি এবং দিন ১২ ঘন্টার হয়। আর পরের দিন থেকে উত্তর গোলার্ধে দিন বড় ও রাত ছোট হতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ঠিক তার উলটোটা। ঋতু পরিবর্তনের চিহ্ন হিসাবেও ইকুইনক্স শব্দটি ব্যবহার করা হয়। শীতকালীন ঋতু শেষ করে গ্রীষ্মকালের আগমন সূচিত করে।
বছরে এরকম দুটি ইকুইনক্স আসে, স্প্রিং ইকুইনক্স এবং অটাম ইকুইনক্স। ২০ মার্চ স্প্রিং ইকুইনক্স এবং অটাম ইকুইনক্স পালিত হয় ২২ সেপ্টেম্বর। অর্থাৎ ২০ মার্চ মহাবিষুব এবং ২৩ সেপ্টেম্বর জলবিষুব পালিত হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2W5imBc
March 20, 2019 at 03:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন