মোরাঘাট চা বাগানে হাতির তাণ্ডব, আহত ২

বিন্নাগুড়ি, ১৬ মার্চঃ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মোরাঘাট চা বাগানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা ও তাঁর ৫ বছরের মেয়ে। তাদের নাম সুমন্তি ওরাওঁ (২৬) ও সোনাক্ষী ওরাওঁ। আহতরা বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন।

শুক্রবার রাতে মোরাঘাট চা বাগানের নয়া লাইনে হানা দেয় একটি হাতি। সেখানে সুমন্তি ওরাঁওয়ের বাড়ির দেওয়াল ভেঙে দেয় হাতিটি। দেওয়াল ভেঙে আহত হন সুমন্তিদেবী ও সোনাক্ষী। অল্পের জন্য রক্ষা পায় সুমন্তিদেবীর আরও দুই সন্তান। আহতদের হাসপাতালে ভরতি করা হয়। জানা গিয়েছে, ওই এলাকায় আরেকটি বাড়ি গুড়িয়ে দেয় হাতিটি।

বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার অর্ঘদীপ রায় জানিয়েছেন, খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যান। আহতদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে বন দপ্তর।

সংবাদদাতাঃ গোপাল মণ্ডল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2W4IFaI

March 16, 2019 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top