নয়াদিল্লি, ২৩ মার্চঃ বিগত ছয় বছরে দেশে কাজ হারিয়েছেন ২ কোটি মানুষ। এমনই তথ্য উঠে এসেছে স্যাম্পল সার্ভে অফিসের রিপোর্টে। রিপোর্টে বলা হয়েছে, ২০১১-২০১২ সালে দেশে চাকরি ছিল ৩০.৪ কোটি মানুষের। ২০১৭-২০১৮ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৮.৬ কোটিতে। এমনকি ১৯৯৩-৯৪ সালের পর এই প্রথম দেশে পুরুষ কর্মচারীর সংখ্যা কমেছে। গত আর্থিক বছরে দেশে বেকারত্বের হার শহর এলাকায় হয়েছে ৭.১ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৫.৮ শতাংশ।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে স্যাম্পল সার্ভের এই রিপোর্টটি অনুমোদন করে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল কমিশন। কিন্তু তা প্রকাশ করা হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2U7wr3D
March 23, 2019 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন