ঢাকা, ১৩ মার্চ- ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে বাজিমাত করেন সিয়াম আহমেদ। দহন, ফাগুন হাওয়ায় সিনেমাতে অভিনয় করে তাক লাগিয়ে দেন চলচ্চিত্র জগতকে। ছোটপর্দা থেকে সিনেমায় আসলে সাধারণত খুব একটা সফল হতে দেখা যায় না অভিনয় তারকাদের। সেক্ষেত্রে ব্যতিক্রমীদের তালিকায় সবার আগেই নামটা লিখিয়ে নিলেন এই অভিনেতা। এ তারকা ভক্তদের জন্য নিয়ে আসছেন আরো একটি ছবি। তার পরবর্তী সিনেমা কামরূপ কামাখ্যা। সিনেমাটির পরিচালক ও প্রযোজক হাসান ইমাম। ২০০৫ সালে মুক্তি পাওয়া হুমায়ূন ফরীদি ও মৌসুমী অভিনীত মাতৃত্ব সিনেমার প্রযোজক ছিলেন তিনি। বর্তমানে ভারতের মুম্বাইয়ে রয়েছেন। সেখান থেকে নিশ্চিত করলেন তার সিনেমা ও নায়কের নাম। প্রথমদিকে সিয়ামের নায়িকা হিসেবে কাকে দেখা যাবে এ বিষয়ে তিনি কিছু জানাননি। অবশেষে চূড়ান্ত হয়ে গেল নায়িকাও। পরিচালক ও প্রযোজক জানান, সিয়ামের নায়িকা হচ্ছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা। শুধু তাই নয়, বিশেষ একটি চরিত্রের জন্য থাকছেন ওপার বাংলার রিয়া সেন। পরিচালক ও প্রযোজক হাসান ইমাম বলেন, আমরা আমাদের ছবির নায়িকা হিসেবে আফ্রিকে চুক্তিবদ্ধ করেছি। রিয়া সেনও দুই সপ্তাহ আগে চুক্তিবদ্ধ হয়েছেন। উল্লেখ্য, কামরূপ কামাখ্যা একজন বাবা ও ছেলের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। যেখানে বাবা অনেক বছর ধরে নিখোঁজ থাকে। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। এন এ / ১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XRoSwZ
March 13, 2019 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top