মুম্বাই, ২৩ মার্চ- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের পর্দা উঠছে আজ। রাত সাড়ে আটটায় উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি বলেন, আমাদের জিততেই হবে। জেতার ব্যাপারে কোনো অজুহাত দিতে চাই না। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ধোনির নেতৃত্বে হ্যাটট্রিক শিরোপা জিতেছে চেন্নাইয়ের দলটি। অন্যদিকে আট বছর বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে এখনও শিরোপা উপহার দিতে পারেননি কোহলি। যে কারণে উদ্বোধনী ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ধোনির দল চেন্নাই। দুই দল এখনও পর্যন্ত মোট ২২বার মুখোমুখি হয়। ১৪টিতে জিতেছে চেন্নাই। বেঙ্গালুরু জিতেছে মাত্র সাতটিতে। শেষ ছয় সাক্ষাতে অবশ্য একবারও জিততে পারেননি কোহলিরা। ২০১৪ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল বেঙ্গালুরু। শনিবার রাতে কোহলির ব্যাট জয় ছিনিয়ে আনতে পারে কি না, সেদিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। এন এ / ২৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FwyypO
March 23, 2019 at 11:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন