জয়পুর, ২৬ মার্চ- চলতি আইপিএলে নতুন বিতর্কে জড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। জস বাটলারকে অদ্ভুতভাবে রানআউট করে এ বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এ নিয়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। সোমবার রাতে জয়পুরে প্রথমে ব্যাট করে ১৮৫ রানের পুঁজি গড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে বাটলারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজস্থান রয়্যালস। দারুণ ব্যাট করছিলেন তিনি। তবে ইংলিশ এ ব্যাটারের ইনিংসের সমাপ্তি ঘটে অনাকাঙ্ক্ষিত অশ্বিনের মানকাডিং রানআউট হয়ে। রাজস্থান ইনিংসের ১৩তম ওভারের শেষ বল করেন অশ্বিন। স্ট্রাইকিং প্রান্তে ছিলেন সঞ্জু স্যামসন। আর নন-স্ট্রাইকিং প্রান্তে বাটলার। অশ্বিন বলটি করার জন্য ছোট রানআপে দৌড়ে এলে ক্রিজ থেকে বেরিয়ে যান বাটলার। এসময় সবাইকে অবাক করে বল না করে সেটি দিয়ে তার প্রান্তের স্ট্যাম্পের বেল ফেলে দেন ডানহাতি অফস্পিনার। এতে মানকাডিং আউট হয়ে যান বাটসম্যান। শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নেয় পাঞ্জাব। জয় পেলেও বিতর্কে জড়িয়েছেন অশ্বিন। তার আচরণ আদৌ খেলোয়াড়সুলভ ছিল কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি যেভাবে বাটলারকে সাজঘরে ফিরতে বাধ্য করেছেন তা অনেকে মেনে নিতে পারছেন না। এ নিয়ে তপ্ত নেট দুনিয়া। যে যার মতো করে তাকে মুণ্ডপাত করছেন। আর/০৮:১৪/২৬ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TxipUO
March 26, 2019 at 04:48PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন