জলপাইগুড়ি, ৯ মার্চঃ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সূচনা হল। শনিবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো নির্মাণ করা হবে। মানুষ যাতে দ্রুত বিচার পায় তা নিশ্চিত করতে হবে। বিচারালয়ের সংখ্যাও বাড়াতে হবে। আইনজীবীদের সমৃদ্ধ হওয়া জরুরি।’ শীঘ্রই জলপাইগুড়িতে মেডিকেল কলেজ চালু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, ‘৫৫ বছর আগে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের দাবি শুরু হয়েছিল। সেই দাবি আজ পূরণ হল। ১১ মার্চ সার্কিট বেঞ্চের চালু হবে।’
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার বলেন, ‘জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলার মানুষ আইনি পরিসেবা পাবেন। উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় গিয়ে মামলা করতে হত। এখন তা জলপাইগুড়িতেই করা যাবে।’
সংবাদদাতাঃ জ্যোতি সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EH312s
March 09, 2019 at 09:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন