ঢাকা, ২৬ মার্চ- কণ্ঠশিল্পী সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের বিরুদ্ধে মামলা করেছেন তার প্রথম স্ত্রীর মা দিলারা খানম। তার প্রথম স্ত্রীর নাম তাসনিয়া মুনিয়াত। গত বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ মামলা দায়ের করা হয়। এ মামলায় সালমার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরে সাগর ও তার বাবা-মাকে আসামি করা হয়েছে। চলতি সপ্তাহে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাগর এখন লন্ডনে আছেন। এদিকে স্বামীর বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সালমা। তিনি জানান, সাগর দেশে ফিরলে আইনিভাবে পুরো বিষয়টি মোকাবিলা করা হবে। সালমা বলেন, সাগরের বিরুদ্ধে তার প্রথম স্ত্রীর অভিযোগগুলো শুনলাম। এ বিষয়ে কী বলবো, আমার জানা নেই। সাগর বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। ও দেশে এসেই এ বিষয়ে কথা বলবে এবং ব্যবস্থা নেবে। সাগরের আগের বিয়ের বিষয়টিও জানতেন বলে দাবি সালমার। এ প্রসঙ্গে তার ভাষ্য, প্রথম স্ত্রীর সম্পর্কে সাগর সবকিছুই আমাকে বলেছে। এটা তার জীবনের একটা দুর্ঘটনা বলে আমাকে জানিয়েছে। সঙ্গে এও বলেছে, প্রায় এক বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। সাগর নিজেও আইনের মানুষ ও তার প্রথম স্ত্রীও আইন বিষয়ের ছাত্রী। সুতরাং আইনিভাবেই এটা সমাধান হবে। আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করেই সে তার প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে এবং দ্বিতীয় বিয়ে করেছে। একটা সাধারণ মানুষ বিয়ে, বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করতেই পারে। জানা যায়, সাগরের প্রথম স্ত্রী কক্সবাজারের মেয়ে। সাগরের প্রথম স্ত্রীর পরিবার জানায়, গত বছরের ৭ অক্টোবর সাগর লন্ডনে যায়। লন্ডনে পৌঁছার পর সাগর আর যোগাযোগ করেনি। সাগরের খবর জানতে প্রথম স্ত্রী ফোন দিলে সাগর খারাপ আচরণ করে। পরে ওই বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ মামলা করা হয়। মামলার বিবরণীতে বলা হয়, ২০১৪ সালের ৩ জুন সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে ২০ লাখ টাকা কাবিনে বিয়ে হয় তাসনিয়ার। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীকে বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সাগর। শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। পরিবারের দাবি, মেয়ের কথা চিন্তা করেই তারা টাকা দেওয়ার চেষ্টা করেন। সাগরকে তিন কিস্তিতে ১০ লাখ দেয় তার পরিবার। সেই টাকায় সাগর যুক্তরাজ্যে বার অ্যাট ল পড়তে যান। উল্লেখ্য, সংগীতাঙ্গনে সালমার পরিচিতি ক্লোজআপ ওয়ান শিল্পী হিসেবে। ২০০৬ সালে তিনি প্রতিযোগিতায় অংশ নেন। ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। পরের বছর ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। গত বছর ৩১ ডিসেম্বর সাগরের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় সালমার। এমএ/ ০৮:৩৩/ ২৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2utKj9W
March 27, 2019 at 02:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top