নয়াদিল্লি, ২৪ মার্চঃ পশ্চিমবঙ্গের সব বুথকে ‘সুপার সেনসিটিভ’ ঘোষণার যে দাবি বিজেপি সহ অন্য বিরোধী দলগুলি করেছিল, তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। এই রাজ্যের ৩০ শতাংশ বুথকে ‘স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সংখ্যার হিসাবে তা ১৮,৪৬১টি বুথ। কমিশন সূত্রে খবর, রাজ্যের একশো শতাংশ বুথকে বিশেষ স্পর্শকাতর ঘোষণার মতো গুরুতর পরিস্থিতি তাদের সমীক্ষায় ধরা পড়েনি। কাজেই এই দাবি মানা সম্ভব নয়। তবে ভোটে সম্ভাব্য দুষ্কৃতীদের বিরুদ্ধে আগাম ব্যবস্থার খতিয়ান সম্পর্কে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে পাঠানো রিপোর্টে কমিশন সন্তুষ্ট নয়। বিপুল সংখ্যায় দুষ্কৃতীদের কেন গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন তোলা হয়েছে কমিশনের তরফে। গত সপ্তাহে কলকাতায় এসে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন সম্ভাব্য দুষ্কৃতীদের গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তাকে নির্দেশ দেন, এমন কতজন লোক এখনও বাইরে রয়েছে সে ব্যাপারে কমিশনে রিপোর্ট পেশ করতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2TywzVK
March 24, 2019 at 11:47AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন