সদ্য কংগ্রেসের যোগ দিয়েই লোকসভার টিইট পেয়েছেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর। ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন তিনি। কিন্তু রূপোলি পর্দার নায়িকারা ভোটে দাঁড়ালে ট্রোলের স্বীকার হতে হয়। মিমি-নুসরতের মত একই অবস্থা উর্মিলারও। তাঁর ধর্ম নিয়ে চলছে ব্যাপক টানাটানি। বছর কয়েক আগে এক কাশ্মীরো ব্যবসায়ীকে বিয়ে করেন উর্মিলা। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরই অনেক বলতে থাকেন তিনি নাকি ধর্মান্তরিত হয়েছেন। ফেসবুকে ট্রোলও শুরু হয়ে যায়। উর্মিলার স্বামী কাশ্মীরি মডেল ও ব্যবসায়ী ৷ নাম মহসিন আখতর মীর ৷ স্বামীর পরিচয় নিয়েই বারবার কটাক্ষের মুখের পড়তে হচ্ছে উর্মিলাকে৷ এমনকী উইকিপিডিয়ায় উর্মিলার নাম বদলে কেউ বা কারা করে দিয়েছে মরিয়াম আখতার মীর, বলা হয়েছে মহসিনের সঙ্গে নিকাহ-র পর বদলেছে তাঁর নাম৷ উর্মিলার ধর্মও পাল্টে মুসলিম করে দেওয়া হয়েছে৷ লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকর৷ জোরদার চলছে তাঁর প্রচার৷ আর এরমধ্যেই তাঁর পরিবার ও পরিচয় নিয়ে নানা তির্যক মন্তব্যের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ বিষয়টা এতদূর অবধি গড়িয়েছে যে উইকিপিডায়ায় উর্মিলার নাম বদলে দিয়েছে দুষ্কৃতীরা! কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে উর্মিলার জনপ্রিয়তায় ভয় পেয়েছে বিজেপি৷ যেকারণে এই সব অপপ্রচার চালানো হচ্ছে৷ এই প্রসঙ্গে উর্মিলার স্বামী বলেছেন, ভোটের আগে এই ধরনের প্রচার চলা খুবই স্বাভাবিক। আমার স্ত্রীর কোনও ধর্মান্তরণ হয়নি। ও ইসলাম ধর্মও গ্রহণ করেনি। আমরা এই ধরনের কথায় একেবারেই বিচলিত নই। তিনি এও জানিয়েছেন যে, বিয়ের পর উর্মিলা সারন্যাল পরিবর্তনও করেননি। এমনকি তাঁদের বাড়িতে একটা মন্দির আছে বলেও জানিয়েছেন উর্মিলার স্বামী মহসিন আখতর মীর। তবে আপাতত এসব থেকে নিজেকে বিরত রেখে উর্মিলা চালিয়ে যাচ্ছেন জোরদার প্রচার৷ সাধারণের থেকেও পাচ্ছেন বিপুল সাড়া৷ তাঁর প্রচারে ভিড়ও হচ্ছে রেকর্ড পরিমাণে৷ এমএ/ ০৬:০০/ ৩১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OBmiHk
April 01, 2019 at 12:08AM
31 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top