ভোট কর্মীদের প্রশিক্ষণ গরুবাথানে

মালবাজার, ২২ মার্চঃ মাল মহকুমার ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে শনিবার থেকে। পাহাড়ী ব্লক গরুবাথানেও নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে। মালের মহকুমা শাসক সিয়াদ এন বলেন, শহরের শুভাসিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ পর্ব পরিচালিত হবে। মহকুমার সমস্ত ভোট কর্মীরা এখানে প্রশিক্ষণ নেবেন। পাশাপাশি, গরুবাথান ব্লকেও নির্বাচন নিয়ে প্রস্তুতি চলছে। গরুবাথানের বি ডি ও বিশ্বরঞ্জন চক্রবর্তী বলেন, শনিবার থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে। গরুবাথান ব্লকে ৬৮টি ভোট গ্রহণ কেন্দ্র আছে। এর মধ্যে চারটি বুথে ভোট কর্মীদের দূরত্বের কারণে ভোটের দুদিন পূর্বে পৌঁছাতে হবে। বাকী ৬৪ টি ভোটকেন্দ্রে কর্মীরা ভোট নিতে একদিন পূর্বে পৌঁছোবেন। জানা গিয়েছে, গরুবাথান ব্লকের ৬৮ টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৮৪৩৮। এর মধ্যে পুরুষ ভোটার ২৩৯৯৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ২৪৪৪১।

সংবাদদাতাঃ বিদেশ বসু

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CvxsIQ

March 22, 2019 at 09:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top