কলকাতা, ২৪ মার্চ- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে বিদায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেবার ইডেনে বিশ্বসেরা লেগস্পিনার রশিদ খানের (৩-১৯) ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকদের। তাই এবার শুরু থেকেই আফগান স্পিনারকে নিয়ে একটু বেশিই সতর্ক কেকেআর শিবির। শনিবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কার্তিক বলেন, রশিদকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে নাইট শিবিরে। রশিদ বিশেষ স্পিনার। টি-টোয়েন্টিতে তো অবশ্যই। ওকে নিয়ে আমরা ভেবেছি। সেভাবেই পরিকল্পনা তৈরি হয়েছে। আর রশিদ ছাড়াও সানরাইজার্সের বোলিং বিভাগ খুব শক্তিশালী। সবাইকে নিয়েই আমাদের ভাবতে হচ্ছে। সেই সঙ্গেই কার্তিকের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে বিপক্ষের ওপেনিং জুটি। ইডেনেই আইপিএল প্রত্যাবর্তন হতে চলেছে ডেভিড ওয়ার্নারের। তার সঙ্গে থাকতে জনি বেয়ারস্টো।এই বিধ্বংসী ওপেনিং জুটিকে দ্রুত না ফেরাতে পারলে কতটা বিপদ ঘটতে পারে তা ক্রিকেটবোদ্ধারা ভালোভাবেই জানেন। সেই আতংকও রয়েছে কেকেআর শিবির। এন এ / ২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fwzt9m
March 24, 2019 at 08:02PM
24 Mar 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top